পয়লা বৈশাখে শ্লীলতাহানির মামলাটি ফের তদন্তের নির্দেশ
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : পয়লা বৈশাখে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলাটি পিবিআইকে ফের তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
২৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার ২৩ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এই দিন মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ সংক্রান্ত আদেশের দিন ধার্য ছিল। নারী ও শিশু ট্রাইব্যুনাল-৩ এর পাবলিক প্রসিকিউটর মাহামুদা আক্তার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি প্রদান করেন।
তিনি নারাজি আবেদনে বলেন, মামলাটি খুব চাঞ্চল্যকর। তাই মামলাটি পুনরায় তদন্ত করা হোক। আদালত নারাজি আবদেন মঞ্জুর করে এ আদেশ দেন।
২০১৫ সালের ১৪ এপ্রিল রাজধানীর টিএসসি এলাকায় নারীদের লাঞ্ছনার পর প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আট লাঞ্ছনাকারীকে শনাক্তের পর গণমাধ্যমে ছবি প্রকাশ করে পুলিশ। তাদের ধরিয়ে দেওয়ার জন্য লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। ওই ঘটনায় শাহবাগ থানায় মামলা (মামলা নম্বর-২৫ (৪) ১৫) করা হয়।
২০১৫ সালের ৯ ডিসেম্বর পহেলা বৈশাখে নববর্ষ উৎসব উদযাপনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে যৌন নিপীড়নের মামলাটির আসামি খুঁজে না পাওয়ায় দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক দীপক কুমার দাস মামলাটি নিষ্পত্তির জন্য ঢাকা মুখ্য বিচারিক হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।