দেশের প্রবৃদ্ধি অর্জনে কৃষির ভূমিকাই মুখ্য : রাষ্ট্রপতি

বিশেষ প্রতিবেদক (ময়মনসিংহ থেকে), এবিসিনিউজবিডি,
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘দীর্ঘমেয়াদি যুদ্ধে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে কৃষি ও কৃষকের উন্নয়নের বিকল্প নেই। বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জন ও স্থিতিশীলতা সংরক্ষণে কৃষির ভূমিকাই মুখ্য।’

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববদ্যিালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের ভাষণে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনজনিত বৈরিতা মোকাবিলা করে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।’

সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববদ্যিালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর।

এরপর চ্যান্সেলর আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার ডিন উপস্থাপিত ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত ৪৯০০ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করেন। রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে ডিগ্রি অর্জনকারীদের স্বর্ণপদক ও সনদপত্র প্রদান করেন।

এবারের সমাবর্তন বক্তা ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ