জাতীয় চলচ্চিত্র পুরস্কার মৌসুমী মিম ফেরদৌসের
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: ধর্মের ঘোমটা আঁটা গ্রাম্য রাজনীতির মুখোশ খোলার চলচ্চিত্র ‘বৃহন্নলা’ জিতে নিয়েছে ২০১৪ সালের সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার; আর মুক্তিযুদ্ধের কাহিনিচিত্র ‘মেঘমল্লার’-এর জন্য জাহিদুর রহিম অঞ্জন সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন।
‘তাঁরকাটা’ নায়িকা না হয়েও সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মৌসুমী। সে সিনেমার নায়িকা হিসেবে স্বীকৃতি না পেলেও ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য বিদ্যা সিনহা মিম ভাগ বসিয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে।
আর ‘এক কাপ চা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন।
চলচ্চিত্র শিল্পে ‘গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের’ স্বীকৃতি হিসেবে এবার অভিনেতা সৈয়দ হাসান ইমাম ও অভিনেত্রী রানী সরকারকে দেয়া হচ্ছে আজীবন সম্মাননা।
তথ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার ২৬টি বিভাগে এই পুরস্কারের জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করে।
মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ এবার সর্বোচ্চ পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে। পুরস্কারের দৌড়ে সামান্য পিছিয়ে আছে সৈকত নাসির পরিচালিত ‘দেশা-দ্য লিডার’। চারটি বিভাগে পুরস্কার পেয়েছে।
এ ছবিতে ‘পতাকাটা খামচাতে কখনো আসে যদি’ গানটির জন্য জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস শ্রেষ্ঠ গায়কের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন এবার। আর খলচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক মুরাদ পারভেজ তার দ্বিতীয় ছবি ‘বৃহন্নলা’ নির্মাণ করেছেন সরকারি অনুদানে। শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে এ ছবি।
শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পাওয়া জাহিদুর রহিম অঞ্জনেরও ‘মেঘমল্লার’ও সমান সংখ্যক পুরস্কার পেয়েছে এবার।
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক ও শিশু শিল্পীর পুরস্কার জিতেছেন মোহাম্মদ হোসেন জেমী ও আবির হোসেন অংকন। বৈষম্য চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন তারা। এই চলচ্চিত্রটির নির্মাতা বহুল প্রচারিত আনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইংলিশ সার্ভিসের প্রধান অ্যাডাম ডৌলা