বিশ্ব অর্থনীতি নিয়ে সতর্কবার্তা জারি
মনির হোসেন, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: বিভিন্ন সম্পদের দামে ধস ও আর্থিক অস্থিতিশীলতার কারণে বৈশ্বিক অর্থনীতি এখন অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বিশ্ব অর্থনীতি নিয়ে সতর্কবার্তা জারি করে প্রকাশিত এক প্রতিবেদনে এ মন্তব্য করে সংস্থাটি।
শুক্রবার থেকে চীনের সাংহাইয়ে জি-২০ অন্তর্ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের দুইদিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে ভূ-রাজনৈতিক সংঘাত, তেলের দামে ধস, শেয়ারবাজার ও পণ্যবাজারে অস্থিরতাসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে বৈশ্বিক অর্থনীতির অবস্থা তুলে ধরে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে জি২০ অন্তর্ভুক্ত দেশগুলোকে নতুন কোনো কৌশল গ্রহণ করতে বলেছে আইএমএফ।
সংস্থাটির মতে, চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৪ শতাংশ। এ ধারাবাহিকতায় ২০১৭ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশ বলে পূর্ভাবাস দেয়া হয়েছে।
ওয়াশিংটনভিত্তিক সংস্থা আইএমএফ মনে করছে, বৈশ্বিক অর্থনীতির ভঙ্গুর দশা কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে। চীনের অর্থনীতির শ্লথ প্রবৃদ্ধির কারণে বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলেও মনে করছে আইএমএফ।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য ঠিক না থাকায় বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়েছে।দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি বর্তমানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শ্লথ।এতে পণ্যবাজারসহ বিভিন্ন বাজারে সংকট সৃষ্টি হয়েছে।