মঠের পুরোহিত হত্যাকাণ্ডের মূলহোতাসহ ৩ জেএমবি গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা: জেলার দেবীগঞ্জে সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর দাসাধিকারী হত্যাকাণ্ডে মূলহোতাসহ ৩ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি, ২টি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ৩টি ছুরি ও ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।

বৃস্পতিবার গভীর রাতে দেবীগঞ্জের সুন্দরদীঘি ইউনিয়নের কালিরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি দুপুরে দেবীগঞ্জ থানা চত্বরে পুলিশ প্রশাসন আয়োজিত প্রেসব্রিফিংয়ে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির জানান, ওই হত্যাকাণ্ডের মূলহোতাসহ তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের নাম জানাননি তিনি। এ সময় উদ্ধার করা অস্ত্র প্রদর্শন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মঠের পুরোহিত যজ্ঞেশ্বর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং সরাসরি হত্যাকাণ্ডে ৫ জেমএমবি সদস্য অংশ নেয়। তাদের মধ্যে সরাসরি অংশ নেওয়া ৩ জনকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। পঞ্চগড় ও নীলফামারি জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ নিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। গ্রেফতারকৃতরা জেএমবি সদস্য বলে পুলিশ নিশ্চিত করেছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ