সিরিয়ায় শান্তির জন্য আসাদকে পদত্যাগের আহ্বান ওবামার

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,  ঢাকা: প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতা না ছাড়া পর্যন্ত সিরিয়ায় শান্তি সম্ভব নয় বলে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘ক্ষমতা থেকে তার সরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই।’ আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি সিরিয়া ও রাশিয়াকে যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।

সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন আগে গতকাল (বৃহস্পতিবার) মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বিশেষ বৈঠকের পর প্রেসিডেন্ট বারাক ওবামা এসব কথা বলেন।

ওবামা বলেন, ‘তারা কীভাবে যুদ্ধবিরতি মেনে চলছে বিশ্ববাসী তা দেখবে। প্রেসিডেন্ট আসাদ যতক্ষণ ক্ষমতা থেকে সরে না দাঁড়াবেন ততক্ষণ গেরিলারা যুদ্ধ বন্ধ করবে না।  বৈঠকে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার, অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চ এবং শীর্ষ পর্যায়ের অন্য উপদেষ্টারা। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ