বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর সিরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: সিরিয়ায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে এ চুক্তি কার্যকর হয়।

বিবিসির খবরে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মধ্য দিয়ে গত পাঁচ বছরে এই প্রথম কিছুটা স্বস্তি পেল সিরিয়াবাসী। এ যুদ্ধবিরতির পক্ষে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্র ও রাশিয়া এ প্রস্তাব উত্থাপন করেছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরীয় সরকার ও রাশিয়ার উদ্দেশে বলেছেন, ‘বিশ্ব পর্যবেক্ষণ করবে।’

এর আগে শুক্রবার সিরিয়ায় বিদ্রোহীদের লক্ষ্য করে রাশিয়া বিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে, সিরিয়া সংকট নিরসনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্তাফ্যান দি মিস্তুরা ঘোষণা দিয়েছেন, যুদ্ধবিরতি অব্যাহত থাকলে আগামী ৭ মার্চ সুইজার‍ল্যান্ডের জেনেভায় সরকার ও বিরোধীপক্ষের শান্তি আলোচনা শুরু হবে।

এর আগে ফেব্রুয়ারিতে সরকার ও বিরোধীদের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সে আলোচনা আলোর মুখ দেখবে বলে আশা করা হচ্ছে।

সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। তাদের একটি অংশ দেশ ছেড়ে পালিয়েছে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ