গাংনীতে যুবলীগ কর্মীর লাশ উদ্ধার

মেহেরপুরের প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা: মেহেরপুরের গাংনী উপজেলার বামনদী বাজারের একটি পুকুর থেকে শুক্কুর আলী (৪২) নামের আওয়ামী লীগের এক কর্মীর লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।

শনিবার, ২৭ ফেব্রুয়ারি ভোরে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শুকুর আলী বামনদী-নিশিপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে। তিনি বামনদী ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ জানিয়েছে, শুক্কুর আলীর বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ রয়েছে। তাঁকে মাথায় আঘাত করে হত্যা করা হতে পারে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে নামাজ পড়ে স্থানীয় কয়েকজন মুসল্লি বামনদী গোহাটসংলগ্ন পুরাতন হর্টিকালচার ফার্মের পুকুরপাড় দিয়ে যাচ্ছিলেন। এ সময় একজনের লাশ ভাসতে দেখেন তাঁরা। পরে তাঁরা টেনে ওপরে তোলার পর লাশটি শুক্কুরের বলে নিশ্চিত হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত শুক্কুরের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে শুক্কুর বাড়ি থেকে বামনদী বাজারে যান। পরে রাতে ফিরে আসেননি। পূর্ববিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

বামনদী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম জানান, শুক্কুর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এটা রাজনৈতিক হত্যাকাণ্ড হতে পারে।

আমিরুল আরো বলেন, শুক্কুরের নাম বর্তমান কোনো কমিটিতে ছিল না। তবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তার হোসেন জানান, শুক্কুরকে হত্যা করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিক তদন্ত ও লাশের ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে বলে।

ওসি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ