সর্বোত্তম চরিত্রবানদের জন্য আখিরাতে অপেক্ষা করছে সুসংবাদ
লাইফস্টাইল ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: উত্তম চরিত্রবান সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘ঈমানদার হচ্ছে সে ব্যক্তি, যে সর্বোত্তম চরিত্রের অধিকারী।’ –সুনানে আবু দাউদ
ইসলামের ইবাদতসমূহ চরিত্রের সঙ্গে কঠোরভাবে সংযুক্ত। যে কোনো ইবাদত একটি উত্তম চরিত্রের প্রতিফলন ঘটায়। যেমন নামাজ আদায়ের ক্ষেত্রে দেখা যায়; নামাজ একজন মানুষকে
যাবতীয় অশ্লীল ও অপছন্দনীয় কাজ থেকে রক্ষা করে আত্মশুদ্ধি ও আত্মার উন্নতি সাধনে প্রভাব বিস্তার করে থাকে।
এ প্রসঙ্গে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে।’ -সূরা আল আনকাবুত: ৪৫
ইসলামে উত্তম চরিত্র গঠনের কিছু মৌলিক বিষয় পরিলক্ষিত হয়। যা উত্তম চরিত্র গঠনের ক্ষেত্রে সর্বোৎকৃষ্ট উপায় বলে মনে করা হয়।
পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। -সূরা আত তওবা: ১১৯
চরিত্রবান ব্যক্তি কখনো কোনদিন খারাপ পথে যেতে পারবে না এবং এরাই মহানবী (সা.) পছন্দের উম্মত। এই শ্রেণীর ব্যক্তিদের জন্য আখিরাতে অপেক্ষা করছে সুসংবাদ।