তারেকের সমনের বিষয় জানাতে হাইকোর্টের নির্দেশ
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের সমন জারির চিঠি লন্ডনের ঠিকানায় পৌঁছানো হয়েছে কি না, তা আগামী তিন দিনের মধ্যে নিশ্চিত করতে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এবং এই মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের শুনানির জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করা হয়েছে।
রোববার, ২৮ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
২০১৪ সালের ১৯ জানুয়ারি অর্থ পাচার মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের পর হাইকোর্ট তারেক রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। কিন্তু তিনি এখন পর্যন্ত আত্মসমর্পণ করেননি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।