ফখরুলের জামিনের মেয়াদ বাড়লো
ফজলুর রহমান, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : পল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টেও দেয়া জামিনের সময় ১৫ দিন বাড়ানো হয়েছে।
২৯ ফেব্রুয়ারি (সোমবার) প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১৫ দিন পর জামিনের মেয়াদ শেষ হলে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আবারো জামিন চাইতে হবে।
সোমবার আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে ২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের আন্দোলনের সময় নাশকতার অভিযোগ এনে পল্টন থানায় মামলা করে পুলিশ। এ সকল মামলায় মির্জা ফখরুলের আবেদেন পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের অন্তবর্তীকালীন জামিন দেন এবং তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।