১৯ মার্চ অবশ্যই কাউন্সিল অনুষ্ঠিত হবে : জমির উদ্দিন

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা:  বিএনপির চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন নির্বাচনের জন্য দলটির পক্ষ থেকে তফসিল ঘোষণা করা হয়েছে। ২মার্চ থেকে কেন্দ্রীয় কার্যালয়ের অস্থায়ী অফিস থেকে এর মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

সোমবার, ১ মার্চ  দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

তিনি বলেন, ১৯ মার্চ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলে দলের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন নির্বাচনের জন্য ২মার্চ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে রিটার্নিং অফিসার ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছ থেকে।

বিএনপির এ নেতা বলেন, ৪ মার্চ সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিশনের অস্থায়ী অফিসে মনোনয়নপত্র জমা দেয়া যাবে। ৫ মার্চ শনিবার বেলা ১১টা থেকে মনোনয়ন যাচাই বাছাই করা হবে। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৬ মার্চ পর্যন্ত। ১৯ মার্চ এ দুই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার সময় জমির উদ্দিন সরকার বলেন, এই দুই পদে প্রতিদ্বন্দ্বীতাকারী নিজে কিংবা লিখিতভাবে মনোনীত তার নির্বাচনী এজেন্টদের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ, জমা, প্রত্যাহার এবং ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন। এই দুই পদে প্রার্থী হতে গেলে বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে। আর তাকে অবশ্যই বিএনপির চাঁদাদাতা সদস্য হতে হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ