এবার পাকিস্তানে নিষিদ্ধ রানঝানা
বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ হিন্দু-মুসলিম প্রেমের কারণে পাকিস্তানে নিষিদ্ধ হল বলিউডি সিনেমা ‘রানঝানা’।
পাকিস্তানে সিনেমাটির পরিবেশক ‘আইএমজিসি’-র প্রধান নির্বাহী আমজাদ রশিদ জানিয়েছেন, সিনেমাটি মুক্তির কিছুদিন আগেই এটি নিষিদ্ধ করে দেয় পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সেন্সর।
রশিদ আরও জানান, তাকে সেন্সর বোর্ড থেকে সিনেমাটির প্রচারণা বন্ধের জন্য একটি চিঠি পাঠানো হয়েছে। সে চিঠিতে লেখা রয়েছে, “ওই সিনেমায় একজন মুসলিম মেয়ের সঙ্গে একজন হিন্দু ছেলের অসম প্রেমের সম্পর্ক তুলে ধরা হয়েছে।”
এর আগেও পাকিস্তানে হলিউড বলিউড মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘এক থা টাইগার’, ‘এজেন্ট ভিনোদ’ এবং ‘জিআইজো’। ‘পাকিস্তান বিরোধী’ হিসেবে আখ্যায়িত করে সিনেমাগুলোকে নিষিদ্ধ করেছিল সেন্সর বোর্ড ।
রানঝানায় জোয়া নামের এক মুসলিম মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সোনম কাপুর। তার হিন্দু প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন ধানুশ। সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে জুন মাসের শেষ সপ্তাহে।