বয়স্কদের উপদেষ্টা, তরুণদের জায়গা দিতে চাই: বেগম জিয়া
সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘শুধু বসে থাকলে হবে না। ভালো কাজ করুন। কারণ যারা বিগত আন্দোলনে দলেন জন্য কাজ করেছে তাদেরকে আমি ভালো জায়গায় দিতে চাই। তরুণদের জায়গা দিতে চাই। আর বয়স্কদের উপদেষ্টা পদে দিয়ে পদ সৃষ্টি করবো। কিন্তু আমি একা পারবো না। তাই আপনারা আমাকে সহযোগিতা করুন।’
মঙ্গলবার,১ মার্চ রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক আর্থিক অনুদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘বিগত আন্দোলন-সংগ্রামে চট্রগ্রাম জেলার দলের নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান’ শীর্ষক এই অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘১/১১ সরকারের কাছে শেখ হাসিনা কাকুতি-মিনুতি করে ১১ মাস পরে জেল থেকে বের হয়েছেন। আর সেদিন হাতে মেহেদী লাগিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিল। আর আমি গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি।’
সাবেক এ প্রধানমন্ত্রী বলেন ‘শেখ হাসিনা সে দিন বলেছিলেন, এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার তাদের আন্দোলনের ফসল। আর সেদিন তিনি শপথ গ্রহন অনুষ্ঠানেও গিয়েছিলেন। এতেই বুঝা যায় তিনিই সব করিয়েছেন। তাই শেখ হাসিনাও বাদ পড়তে পারেন না। তাকেও জবাব দিতে হবে।’ তাই ১/১১’র ষড়যন্ত্রের দায়ভার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।
১/১১ কুশীলবদের প্রসঙ্গে তিনি বলেন, ‘এক-এগারোর সময় ডিজিএফআর প্রধান ছিলেন রুমি। তিনি এই ষড়যন্ত্রে সম্পৃক্ত ছিলেন, তিনি এখন দেশে। তাকে কেনো গ্রেফতার করা হচ্ছে না? অপরদিকে মাসুদ উদ্দিন চৌধুরীও ১/১১’র ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলন। তিনি বিদেশে ছিলেন, এখন দেশে রয়েছেন। তাই সরকারের কাছে আমার প্রশ্ন, এদেরকে কেনো গ্রেফতার করা হচ্ছে না?’
বেগম জিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন যেমন হয়েছে, ঠিক তেমনি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ব্যতিক্রম নয়। তবে নাম মাত্র এই নির্বাচন।
সরকার জনগণের সঙ্গে নির্বাচন নিয়ে খেলা করছে। গণতন্ত্র আজ হাস্যকর।’
অবসয়ে যাওয়ার পর রায় লেখার সুযোগ নেই- প্রধান বিচারপতির এই বক্তব্যের সাথে এক মত পোষণ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এ জন্য আমরা বলে আসছি, জাতীয় সংসদ নির্বাচন আরও ২ দফা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কারণ বিগত নির্বাচনকে কেউ নির্বাচন বলে না। সেই নির্বাচন ছিল অবৈধ।’
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ভয় না করে একটি নিরপেক্ষ নির্বাচন দিন। জনগণকে ভোটের সুযোগ করে দিন। জনগণ ঠিক করবে, কে ভালো, আর কে খারাপ।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার ও ১/১১ ষড়যন্ত্রকারীরা টাকার উপর বসে আছে। কিন্তু তারা এই টাকা হজম করতে পারবে না।’
এর আগে চট্রগ্রাম জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নিহত ও আহত পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা প্রদান করে খালেদা জিয়া।