মা-ছেলের নেতৃত্বে বিএনপি
সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: বিএনপিতে বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি। আবারও বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান নির্বাচিত হতে যাচ্ছেন।
বুধবার,২ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিল সামনে রেখে আজ চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয়। বিএনপির শীর্ষ এ দুটি পদে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষেই শুধু মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বেলা পৌনে ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া। তার পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়নপত্র নেন।
এরপর বেলা সাড়ে ৩টার দিকে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহাজাহান।
মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময় শেষে রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম খান বলেন, বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আর কেউ মনোনয়নপত্র নেননি।
তবে তিনি বলেন, এখনই খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচিত হয়ে যাননি। এ জন্য যাচাই, বাছাই ও মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।