এক সপ্তাহের মধ্যে ফুটপাত উদ্ধার : মেয়র
প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় রাস্তা ও ফুটপাতের জায়গা দখল করে গড়ে ওঠা দোকান আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন মেয়র আনিসুল হক।
বৃহস্পতিবার, ২ মার্চ দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে ‘নাগরিক দুর্ভোগ নিরসনে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক ডিএনসিসি আয়োজিত মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন বাজার ও দোকান মালিক সমিতির নেতারা এই আলোচনায় অংশ নেন।
ফুটপাতের দোকানদারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমরা আইনি ঝামেলায় যেতে চাই না। মামলায় আপনারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। দোকানের বাইরে এক ইঞ্চিও মালামাল বাইরে রাখতে পারবেন না। আপনাদের যতটুকু জায়গা বরাদ্দ আছে। তার বাইরে এক ইঞ্চিও রাখার কোনো অধিকার নেই।’
১০ মার্চের পর ডিএনসিসির ভ্রাম্যমাণ মোবাইল টিম রাস্তায় রাস্তায় ঘুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি করে মেয়র বলেন, ‘আমি রাতে ঘুরে ঘুরে দেখেছি যে অধিকাংশ দোকানের ব্যবসায়ীরাই নির্দিষ্ট জায়গার বাইরে রাস্তার ওপর মালামাল রেখে ব্যবসা করছেন। পাবলিক স্পেস মুক্ত করতে আমরা আপনাদের সাহায্য চাই।’