ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা : উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন করে একদফা নিষেধাজ্ঞা জারি করার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম বলছে, স্বল্প পাল্লার ছয়টি ক্ষেপণাস্ত্র দেড়শ কিলোমিটার পাড়ি দিয়ে সমুদ্রে পড়ে। যদিও নির্দিষ্ট কোন লক্ষ্যবস্তুতে এসব হামলা করা হয়নি। স্থানীয় সময় সকাল ১০টার দিকে এসব পরীক্ষা চালানো হয়।

সংবাদদাতারা বলছেন, জাতিসংঘ যে নিষেধাজ্ঞা জারি করেছে, তারই পাল্টা ব্যবস্থা হিসাবে এই পরীক্ষা চালানো হলো বলে ধারণা করা হচ্ছে।

জানুয়ারিতে একটি পারমানবিক পরীক্ষা আর ফেব্রুয়ারিতে রকেট পরীক্ষার জের ধরে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করে।

এগুলোর মধ্যে রয়েছে দেশটিতে যাওয়া এবং আসার সব পণ্য পরীক্ষা করে দেখা হবে। আর উত্তর কোরিয়ার আয়ের প্রধান উৎস, বিরল খনিজ রপ্তানি নিষিদ্ধ করে দেয়া হয়েছে।

কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, জাতিসংঘের এই নতুন নিষেধাজ্ঞার কারণে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়বে।

 

 

সূত্র: বিবিসি

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ