আজ থেকে অর্থমন্ত্রীর প্রাক বাজেট আলোচনা
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: আগামী অর্থবছরে(২০১৬-১৭) বাজেটের আকার সাড়ে তিন লাখ কোটি টাকা হতে পারে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আগামী ২ বা ৯ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করবেন; পাস হবে ৩০ জুন।আজ থেকে শুরু অর্থমন্ত্রীর প্রাক বাজেট আলোচনা।
বৃহস্পতিবার, ২ মার্চ প্রতি বছরের মতো এবারও বাজেটের নীতিগত দিকের ওপর বিভিন্ন পক্ষের মতামত নেবেন অর্থমন্ত্রী । প্রথম দিন তিনি আলোচনা করবেন কয়েকটি গবেষণা সংস্থার সঙ্গে। প্রাথমিকভাবে ১১টি আলোচনা সভার একটি তালিকা করেছে অর্থ মন্ত্রণালয়।
আগামী ৭ মে পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের প্রাক-বাজেট আলোচনা চলবে। এসব আলোচনায় সরকারি ও বেসরকারি বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাশাপাশি শিগগিরই ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার অংশীদার সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করবে এনবিআর।
এদিকে নতুন বাজেট প্রণয়নের প্রাথমিক কাজ শুরু করেছে এনবিআর। এনবিআরের প্রথম সচিব (শুল্ক গোয়েন্দা ও নিরীক্ষা) মোহাম্মদ আকবর হোসেনকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী ১০ মার্চের মধ্যে বিভিন্ন ব্যবসায়ী চেম্বার ও সমিতির কাছ থেকে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর। সংশিল্গষ্ট চেম্বার ও সমিতি তাদের প্রস্তাবনা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে পাঠাবে। আর সেই প্রস্তাবমালার একটি সফ্ট কপি এনবিআরের ই-মেইলে পাঠাতে হবে।
এ ছাড়া যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা সমিতির সদস্য নয়, তারা সরাসরি প্রধান বাজেট সমন্বয়কারীর কাছে সরাসরি কিংবা ই-মেইলে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।