সাকিবকে জরিমানা আইসিসি’র
ক্রিয়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: বুধবার এশিয়া কাপের এক উত্তেজনার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে লাল-সবুজের বাংলাদেশ। কিন্তু জয়ের আগ মুহূর্তে ১৮তম ওভারে আমিরের একটি বল খেলতে গিয়ে লাইন মিস কর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বোল্ড হয়ে যান। এ সময়ে তিনি ক্ষিপ্ত হয়ে ব্যাট দিয়ে ষ্ট্যাম্পে আঘাত করেন। যদিও সঙ্গে সঙ্গেই এর জন্য আম্পায়ারদের কাছে দুঃখ প্রকাশ করেন।
বৃহস্পতিবার, ২ মার্চ সকালে সাকিবকে এমন আচরণের কারণ দর্শাতে বলেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো। সাকিব নিজে তার দোষ স্বীকার করে নেন, ফলে এর জন্য কোনো শুনানির প্রয়োজন হয়নি। গত ম্যাচের মাঠের আম্পায়ার অনিল চৌধুরী এবং রুচিরা পাল্লিয়াগুরুগে, তৃতীয় আম্পায়ার এনামুল হক এবং চতুর্থ আম্পায়ার শজাব রাজা তার বিরুদ্ধে অভিযোগ আনেন।
এই ঘটনার ফলে আইসিসি থেকে তিরস্কার করা হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বুধবার এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আইসিসি নীতিমালার ‘লেভেল ১’ মাত্রার অপরাধ করায় তাকে অফিসিয়ালি তিরস্কার করা হয়েছে।
উল্লেখ্য, লেভেল-১ এর জন্য সর্বনিম্ন তিরস্কার থেকে সর্বোচ্চ ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়।
আইসিসি নীতিমালার অধ্যায় ২.১.৮ অনুসারে ‘আন্তর্জাতিক ম্যাচে মাঠ, কাপর, মাঠের সরঞ্জাম, সূচি এবং অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত করা’ সংক্রান্ত অপরাধে সাকিবকে দোষী শনাক্ত হয়।