খালেদা নয়, জিএসপি বাতিলে আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করেছে

khaleda ziaসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জিএসপি বাতিলে বিরোধী দলীয় নেতাকে দায়ী করা হলেও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, এতে আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করেছে। দেশের বৃহৎ পোশাক শিল্প রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আশার আহবান জানিয়েছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডিআরইউ’র সভাপতি শাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, যে সকল অভিযোগ তুলে জিএসপি সুবিধা বাতিল করা হয়েছে, এর সব অভিযোগ ঠিক নয়। আমাদের পোশাক শিল্পের পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আগে পোশাক শ্রমিকদের নিয়োগপত্র ছিল না আমরা তাও দিয়েছি। তিনি প্রশ্ন করে ববলেন, যখন আমরা জিএসপি ন সুবিধা পেয়ে ছিলাম তখন কি পরিবেশ এমন ছিল। সময়ে উন্নত হয়েছে। ইতিমধ্যে ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি করতেও উদ্যোগ নেওয়া হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, আমাদের বৃহৎ পোশাক শিল্পে ৪০ লাখ শ্রমিক কাজ করছে। এর মধ্যে ৩৮ লাখ শ্রমিক হচ্ছে নারী। তিনি বলেন, আমাদের ৩০ বছর বয়সি গার্মেন্টস শিল্প যতটা এগিয়েছে, তাতে পাশ্চাত্যের অনেক দেশেরই গত্রদাহ হয়েছে। আতিকুল ইসলাম বলেন, পৃথিবীর অনেক উন্নিয়নশীল দেশেরই উন্নয়নের প্রথম ধাপই হচ্ছে টেক্সটাইল। তিনি বলেন, আমাদের টেক্সটাইল শিল্পে প্রায় ৫ কোটি লোক আজ কাজ করছে। আমাদের বৃহৎ টেক্সটাইল শিল্পের এই যে অভূতপূর্ব উন্নয়ন তা বাধাগ্রস্ত করতে চায় ষড়যন্ত্রকারীরা।
বিজিজএমইএ সভাপতি যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি শুল্কমুক্ত পন্য প্রবেশের অনুমতির আহবান জানান। তিনি সকলের প্রতি পোশাক শিল্পকে রাজনীতি মুক্ত রাখার আহবান জানান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ