চবি’র অর্থনীতি বিভাগের সূবর্ণ জয়ন্তী
চাবি প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা: ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে তার মধ্যে অর্থনীতি বিভাগ অন্যতম। প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে সূবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ।
আগামী শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সূবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সমাজবিজ্ঞান অনুষদ ডিন ও অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ।
অধ্যাপক আবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এ সূর্বণ জয়ন্তীর আয়োজন করা হচ্ছে।
সূবর্ণ জয়ন্তীতে অর্থনীতি বিভাগের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানান তিনি।
সম্মেলন থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী সূবর্ণ জয়ন্তী উদ্বোধন করবেন। আর বক্তা হিসেবে থাকবেন অর্থনীতিবিদ রেহমান সোবহান।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ফজলে কবির ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মেলনে অন্যদের মধ্যে অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত, অধ্যাপক নিতাই চন্দ নাগ, অধ্যাপক আ. ই. ম মইনুল ইসলাম উপস্থিত ছিলেন।