দুই শিশু খুনের ঘটনায় মাকে আসামি করে মামলা
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : রাজধানীর বনশ্রীতে দুই শিশু খুনের ঘটনায় র্যাবের কাছে তাদের মায়ের স্বীকারোক্তির পর তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
৩ মার্চ বৃহস্পতিবার রাত ১০টায় শিশু দুটির বাবা আমানউল্লাহ বাদী হয়ে রামপুরা থানায় এ মামলা দায়ের করেন।
রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, আমানউল্লাহ শিশুদের মা মাহফুজা মালেক জেসমিনকে একমাত্র আসামি করে এ মামলা করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২৯ ফেব্রুয়ারি পড়ালেখা নিয়ে মাহফুজা মালেকের সঙ্গে অরনীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অরনী ও আলভীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি।
এবিসিনিউজবিডিকে ওসি আরো বলেন, হত্যাকান্ডের তদন্তের ক্ষেত্রে অনেক বিষয়ই আমাদের বিবেচনায় রাখতে হয়। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অতি দ্রুত দোষীদের বিচারের আওতায় আনা হবে।
শুক্রবার আদালতে মাহফুজা মালেককে হাজির করে রিমান্ড চাওয়া হতে পারে। তিনি চাইলে ওই ম্যাজিস্ট্রেটের খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারবেন।
প্রসঙ্গত, সোমবার রাজধানীর রামপুরার বনশ্রীতে নুসরাত আমান অরনী (১৪) এবং আলভী আমানকে (৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ওই সময় শিশু দুটির মা ও স্বজনরা জানিয়েছিলেন, চাইনিজ রেস্টুরেন্টের খাবার খেয়ে বিষক্রিয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে।