হিরো নাম্বার ওয়ান

মেহ্দী আজাদ মাসুম, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : হিরো নাম্বার ওয়ান। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে কেউ সেরা অধিনায়ক, কেউ নেতা হিসেবে অভিহিত করছেন। তিনি আসলে এসবের চেয়ে অনেক ওপরে…., সেটা তাহলে কি? মাশরাফি এখন হিরো নাম্বার ওয়ান।

মাশরাফি বিন মুর্তজা’র জাদুকরী নেতৃত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে বদলে দেওয়া এক তারকা। যিনি দলের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেন, দেশের স্বার্থে নিজের শরীর-পরিবার সবই তুচ্ছ তার কাছে। তিনি আশ্চর্য নেতৃত্বগুণে পুরো দলকে, পুরো দেশকে উজ্জীবিত করে তোলেন। এমন জাদুকরী যার দক্ষতা, দেশের প্রতি যার এমন টান। তিনি শুধু একজন ক্রিকেটারই নন, তিনি নাম্বার ওয়ান তারকাই।

মাশরাফির নেতৃত্বেই গত দেড় বছর ধরে নিজেদের ক্রিকেট ইতিহাসে সেরা সময় পার করছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, সর্বশেষ দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে ওঠা- প্রতিটিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি।
তবে নেতা হয়ে ওঠা মোটেই সহজ ছিল না মাশরাফির জন্য। পোড়াতে হয়েছে অনেক কাঠখড়। দুই হাঁটুতে যার সাত-সাতবার অস্ত্রোপচার করাতে হয়েছে, তার ক্রিকেট খেলাটাই তো অবিশ্বাস্য ব্যাপার! সেখানে অসাধারণ নেতৃত্ব দিয়ে দলকে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন। হয়ে উঠেছেন সত্যিকারের নেতা। কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে বিভিন্ন কথার ফাঁকে এই ‘নাম্বার ওয়ান তারকা’ হয়ে ওঠার পেছনের গল্পটাও বলেছেন মাশরাফি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ