শিশুর চিৎকারে পাকড়াও অপহরণকারী

opaharanরিপোর্টার, এবিসি নিউজ বিডি, বান্দরবানঃ বান্দরবানের থানছি উপজেলায় অপহরণকারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে বিজিবিকে সোপর্দ করেছে এলাকাবাসী।

পরে পরিবারের সদস্যদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তাদের ছেড়ে দেয়া হয় বলে বিজিবি জানিয়েছে।

শনিবার ভোরে বলীপাড়ায় আটক হন রুমা উপজেলার হাতিমাথা পাড়ার সুফল চাকমার ছেলে বাথোয়াইচিং চাকমা (৩৫) এবং বান্দরবানের সুইচিং মারমার ছেলে সাথোয়াই মারমা (৩৫)।

৪ নং বলীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মৌজা প্রধান বাশৈচিং মারমা এবিসি নিউজ বিডিকে বলেন, আটকদের বিজিবির বলীপাড়া ৩৩ ব্যাটালিয়ন সদস্যদের হাতে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, একটি শিশুকে অপহরণের সময় শিশুটি চিৎকার দিলে লোকজন তাদের আটক করে।

শিশুটির মা ওয়ংসাচিং মারমা এবিসি নিউজ বিডিকে বলেন, তার মেয়ে থুইমেনুকে অপহরণ করে পালানোর সময় সে চিৎকার দেয়।

তখন কয়েকজন প্রতিবেশীর ঘুম ভাংলে তারা এসে মেয়েটিকে উদ্ধার করে এবং দুজনকে আটক করে।

অপহরণকারী দুজন কাঠুরিয়া সেজে গত কয়েকদিন ধরে বলীপাড়ায় অবস্থান করছিল বলে তিনি জানান।

বিজিবির আরপি কমান্ডার মো. কামরুজ্জামান এবিসি নিউজ বিডিকে বলেন, শিশুটি উদ্ধার হওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে সঝোতার ভিত্তিতে আটকদের ছেড়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ