বাংলাদেশকে ছোট দল ভাবার সুযোগ নেই : তামিম

স্পোর্টস রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল বলেছেন, ক্রিকেটে বাংলাদেশকে এখন আর ছোট দল ভাবার সুযোগ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ্য বাংলাদেশ বহুবার তুলে ধরেছে, প্রমাণ করেছে।

৫ মার্চ (শনিবার) টেলিফোনে এবিসিনিউজবিডি’র এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এমন আত্মবিশ্বাসের কথাই বলেন বাংলাদেশ দলের মারকুটে এই ব্যাটসম্যান।

তামিম ইকবাল বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আমরা আমাদের সামর্থ্য বহুবার তুলে ধরেছি। এখন আর বাংলাদেশকে ছোট দল ভাবার সুযোগ নেই। তামিম বলেন, টি২০ ফরম্যাটের বিষয়টি একটু আলাদা। এই ফরমেটে আমরা এর আগে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি। এমনকি আইসিসির দশটি পূর্ণ সদস্য দেশের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার নিচে রয়েছি আমরা। তবে চলতি এশিয়া কাপে যেন সেই গল্পেও পরিবর্তন এসেছে। সংযুক্ত আরব আমিরাতের পর শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটের টি২০’র ফরমেটেও আমরা আমাদের সামর্থ্য মেলে ধরতে পারবো ইনসাল্লাহ।

রোববার ভারতের বিপক্ষে এশিয়া কাপ টি২০ ক্রিকেটের ফাইনাল নিয়েও আত্মবিশ্বাসী টাইগাররা। শুধু ভারত কেন, সেরাটা খেলতে পারলে বাংলাদেশের পক্ষে যেকোনো দলকে হারানো সম্ভব, সেই হুঙ্কারই ছাড়লেন বাংলাদেশের মারকুটে ওপেনার তামিম ইকবাল।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে ভালো কিছু ইনিংস খেলার স্মৃতি তো অবশ্যই মনে পড়বে। একটা জিনিস আমরা বিশ্বাস করি, একটা দল যতোই শক্তিশালী হোক আমরা যদি নিজেদের মতো খেলি, তাহলে যে কোনো দলকেই হারাতে পারি। যা আমরা প্রমাণ করেছি। ভারতের সর্বশেষ সিরিজে তাদেরকে আমরা হারিয়েছি। যদিও সেটা অন্য ফরম্যাট ছিল। তারপরও আমরা যদি ভুল কম করি, তাহলে আমাদের ভালো সম্ভাবনা আছে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ