প্রধান বিচারপতির সমালোচনায় দুই মন্ত্রী
আনোয়ার আজমি, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন করে বেঞ্চ গঠন করে মীর কাসেম আলীর মামলার আপিল শুনানির দাবি জানিয়েছেন খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম।
৫ মার্চ (শনিবার) রাজধানীর ধানমন্ডিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি জানান।
খাদ্য মন্ত্রী বলেন- ‘এখন যে রায়ই দেওয়া হবে সেটিই প্রশ্নবিদ্ধ হবে। তাই আমার দাবি হচ্ছে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গড়ে আবার এ মামলার শুনানি করা।’
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে তার পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করার আহবান জানিয়েছেন। মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে মন্তব্য করায় মন্ত্রী মোজাম্মেল হক এ আহ্বান জানান।