দুর্নীতি বন্ধে তথ্যপ্রযুক্তি : অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: দুর্নীতি বন্ধ করার মূল অস্ত্র হলো তথ্যপ্রযুক্তি। এর ব্যবহারে দেশের সব অপকর্ম খুব সহজেই দূর করা সম্ভব। ইতোমধ্যেই ডিজিটাল বাংলাদেশ গড়ার অর্ধেক কাজ শেষ হয়েছে। বাকি কাজ করবে তরুণরা। কারণ তথ্যপ্রযুক্তির কাজ মূলত তরুণদের। তাই তরুণদের দিকেই তাকিয়ে আছে দেশ।
৫ মার্চ (শনিবার) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, তরুণ উদ্ভাবকদের অনেক নতুন উদ্ভাবন এ প্রদর্শনীতে উঠে এসেছে। আগামীতে তারা ডিজিটাল বাংলাদেশ গড়তে বড় ভূমিকা রাখবে।
অর্থমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি আধুনিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কর্মকর্তাদের পুরো ঢাকা মহানগরে ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করার চ্যালেঞ্জ দেন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল অর্থনীতিতে দেশকে নিয়ে যাওয়ার জন্য সরকার তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে। এগুলো হলো- হার্ডওয়ার, সফটওয়্যার এবং সার্ভিস সেক্টর। এই তিনটি বিষয়ে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে সরকার। এজন্য সরকার এ খাতে ১২ ধরনের প্রণোদনা দিচ্ছে।
পলক বলেন, কালিয়াকৈরের হাইটেক পার্কে বিনিয়োগের জন্য মালয়েশিয়া, ভারত বিনিয়োগের প্রস্তাব আসছে। আগামী পাঁচ বছরে সেখানে ১ লাখ তরুণের কর্মসংস্থান হবে।
সফটওয়্যার হার্ডওয়ার শিল্প দিয়ে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হতে পারে বাংলাদেশ উল্লেখ করে পলক বলেন, আগামী বছরে দেশে এলইডি লাইট প্রতিস্থাপিত হবে। এসব লাইট বাণিজ্যিকভাবে দেশে উৎপাদন করতে পারলে শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় করা সম্ভব।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ আতিথি ছিলেন, আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার, বেসিস সভাপতি শামীম আহমেদ, তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবীর প্রমুখ।
সরকারের আইসিটি ডিভিশন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে আয়োজিত তিনদিনব্যাপী মেলা শনিবার সন্ধ্যায় শেষ হয়।