স্বপ্নপূরণের ফাইনাল আজ
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : শক্তি-সামর্থ, র্যাংকিং কিংবা পরিসংখ্যান, যাই বলুন না কেন, সব দিক থেকেই এগিয়ে ভারত। স্বাগতিক বলেই বাড়তি উজ্জীবিত বাংলাদেশ শিবির। তবে ক্রিকেটীয় ভদ্রতার খাতিরেই দুই দলই সমীহ করছে একে অপরকে। কিন্তু ভেতরে ভেতরে শিরোপা জেতার সুতীব্র বাসনা দুই দলেরই। এক বিন্দুও ছাড় দিতে চাইবে না কেউ। ২২ গজের কমব্যাট জোনে আগাম রোমাঞ্চের হাতছানি। আভাস মিলছে তুঙ্গস্পর্শী উত্তেজনার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম যেন নয়, রোববার তা হয়ে যাবে মহারণের ময়দান। গতির ঝড় তুলতে প্রস্তুত তাসকিন, মাশরাফি, আল আমিনরা। আর ব্যাটকে খোলা তরবারি বানাতে বদ্ধপরিকর কোহলি, রোহিত, যুবরাজ সিংরা। সব মিলিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবতারণা।
এশিয়া কাপের টি২০ ফরম্যাটের ফাইনালে আজ ৬ মার্চ রোববার মুখোমুখি বাংলাদেশ ও ভারত। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙ্গা টিভি ও বিটিভি।
এশিয়া কাপের শিরোপা ইতিহাসই ধরুন। এ পর্যন্ত ভারত এই টুর্নামেন্ট জিতেছে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার। রানার্স আপ হয়েছে তিনবার। অর্থাত এর আগে ১২ আসরের মধ্যে আটবারই ফাইনাল খেলেছে ভারত। সেখানে বাংলাদেশে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে। শিরোপা জেতা হয়নি একবারও। ২০১২ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠেও পাকিস্তানের কাছে দুই রানের হারের তিক্ত স্মৃতি এখনও কাঁদায় সাকিব-মুশফিকদের। চার বছর পর মিরপুরে আবারো এশিয়া কাপের শিরোপা জয়ের হাতছানি। এবারও কি আগের মতো কান্না, নাকি শিরোপা জয়ের উদ্ভাসিত আলোয় মুখরিত হবে টেকনাফ থেকে তেতুলিয়া।
ওয়ানডে ফরম্যাটে ভারতকে হারানোর স্মৃতি বেশ উজ্জ্বল বাংলাদেশের। গত বছরই ঘরের মাঠে প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। যেখানে ছিল মুস্তাফিজ বিস্ময়। তবে সেই মুস্তাফিজ নেই ফাইনালে। আবার ফরম্যাটটি ওয়ানডে নয়, টি২০। ফলে ভারতও চোখ রাঙ্গাচ্ছে পুরোদমে। কারণ এই ফরম্যাটে এখনও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। আগের তিনবারের মোকাবেলায় জয়ী হয়েছে ভারতই, হারতে হারতে কোণঠাসা যেন বাংলাদেশ।
র্যাংকিংয়ের দিক থেকে বিবেচনা করলেও লড়াইটা অসমই। টি২০ ক্রিকেটের র্যাংকিংয়ে ভারত রয়েছে এক নম্বরে। সেখানে বাংলাদেশের অবস্থান দশম। তবে চলমান এশিয়া কাপই বদলে দিয়েছে বাংলাদেশকে। শুরুতে ভারতের কাছে হারলেও, পরে আরব আমিরাতের বিরুদ্ধে দাপুটে জয়। এরপর শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ে দলের খোলনলচেই পাল্টে গেছে বাংলাদেশের। ফলে টি২০ ক্রিকেটেও টিম টাইগার্স সমীহ জাগানো দল, তা মানছেন অনেকই। ধোনিই যেমন বলছেন, ‘অন্তত ঘরের মাঠে ফেবারিট বাংলাদেশই।’
সম্পাদনা : আনোয়ার/মিন্টু/ ৬ মার্চ ২০১৬।