কাজিপুরে যমুনার চরে পুলিশ-ডাকাত গোলাগুলি
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর চরাঞ্চলে শুক্রবার রাতে পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের গোলাগুলি হয়েছে।
এ সময় আহত অবস্থায় দুইজনকে আটক করা হয়েছে। গভীর রাতে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, দুর্গম চরাঞ্চলে নৌ-ডাকাতি রোধে নদীপথে পুলিশের নিয়মিত অভিযান চলাকালে শুক্রবার রাতেও একটি টিম নদীতে টহল দিচ্ছিল।
যাত্রীবোঝাই নৌকায় ডাকাতি হওয়ার গোপন সংবাদ পেয়ে পুলিশ কাজিপুরের নিশ্চিন্তপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেরে ১৪/১৫ জনের ডাকাত দল পুলিশের উপর গুলি ছুঁড়তে থাকে।
পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে অন্ততঃ ৭/৮ জন ডাকাত গুলিবিদ্ধ হলে তারা পিছু হটে। এক পর্যায়ে তারা নদীতে লাফিয়ে পড়ে।
এ সময় পুলিশ আন্তঃজেলা ডাকাতদলের সদস্য টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার গোবিনদাসী গ্রামের মুনিরুল ইসলাম (২৮) ও কালীপুর গ্রামের মহর ফকিরের ছেলে জোয়াদ আলী ফকিরকে (৩৫) আটক করে।
মনিরুল আহত হন গুলিবিদ্ধ হয়ে এবং জোয়াদ আলী আহত হন লাঠির আঘাতে।
তাদের প্রথমে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত নৌকা ও তিনটি রাম দা উদ্ধার করা হয়েছে।
ওসি আরো বলেন, পুলিশ রাইফেলের ২৯টি গুলিবর্ষণ করেছে। ডাকাতরাও অন্ততঃ ১০/১২ রাউন্ড গুলি ছোড়ে।