ভারতের কাছে ৮ উইকেটে হারলো বাংলাদেশ

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : টি২০ ফরমেটের এশিয়াকাপ ক্রিকেটের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে বাংলাদেশ ভরতের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে। দ্বিতীয়বারের মত এশিয়াকাপের ফাইনালে ওঠা বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫ ওভারে ১২০ রান। এক ওভার বাকি থাকতে ভারত দুই উইকেট হারিয়ে ১২১ রানের লক্ষে পৌছে যায়।

এশিয়াকাপের বৃষ্টিবিঘ্নিত ফাইনাল ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ক্রিকেট দল মাহামুদউল্লাহ, সাব্বির রহমান ও সাকিব আল হাসানের ব্যাটিং নৈপুন্যে ১২০ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ইনিংসের উল্লেখযোগ্য দিক ছিল মাহামুদউল্লাহ মাত্র ১৩ বলে ৩৩ রান সংগ্রহ। মাহামুদউল্লাহর অসাধারন ব্যাটিং মুগ্ধ করে রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শকদের। বাংলাদেশের ইনিংসে সাব্বির ৩২ ও সাকিব ২১ রান করেন। রাত সাড়ে ৯টায় বৃষ্টিবিঘ্নিত এই খেলা শুরু হয়। এর আগে ভারত টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্র জানায়।

শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন সৌম্য সরকার। যদিও তামিম ছিলেন একটু ধীরলয়ে। চতুর্থ ওভারে আশিষ নেহরার বলে পরপর দুই চার হাঁকিয়ে গ্যালারীতে উন্মাদনা বয়ে আনেন সৌম্য। তবে ৩.৬ ওভারে আশিষ নেহরাকে ছক্কা হাঁকাতে গিয়ে মিডঅফে পান্ডের হাতে ক্যাচ তুলে দেন সৌম্য। নয় বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তানের বিরুদ্ধে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া সৌম্য। দলীয় রান তখন ২৭।

এরপর বেশীক্ষণ টিকতে পারেননি অবশ্য তামিমও। দলীয় স্কোর শিটে তিন রান যোগ হতেই বিদায় তামিমের। ৪.৪ ওভারে বুমরাহর বলে হন এলবির শিকার। সাজঘরে ফেরার আগে তামিম করে যান ১৭ বলে ১৩ রান, চার ছিল দুটি। অনেকটাই টেস্ট মেজাজের ব্যাটিং। তবে ভারতের বিরুদ্ধে দারুণ রেকর্ড ছিল তামিমের। কিন্তু আসল ম্যাচেই জ্বলে উঠতে পারলেন না গেল পিএসএলে ফর্মে থাকা বাংলাদেশের এই হার্ড হিটার ব্যাটসম্যান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ