স্পেস টেলিস্কোপ পরিত্যক্ত ঘোষণা নাসার

teliscopeতথ্য ও প্রযুক্তি রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এক দশকের পুরনো মহাকাশ টেলিস্কোপ ‘ডিকমশিন্ড’ ঘোষণা করল নাসা।

এক দশকের পুরনো মহাকাশ টেলিস্কোপ ‘ডিকমশিন্ড’ ঘোষণা করল নাসা। সম্প্রতি সংবাদ মাধ্যম ইয়াহু নিউজ একটি প্রতিবেদনে জানিয়েছে, নাসা মহাকাশ থেকে এক দশকের পুরনো স্যাটেলাইট ‘গ্যালেক্স’ সরিয়ে ফেলেছে।

২০০৩ সালের এপ্রিলে মহাকাশে যাত্রা করে স্যাটেলাইট ‘গ্যালেক্স’ গ্যালাক্সি ইভোল্যুশন এক্সপ্লোরার স্পেসক্রাফট । ওয়াশিংটনে নাসার ‘গ্যালেক্স’ প্রোগ্রাম নির্বাহী জেফ হায়েস বলেন, “গ্যালেক্স একটি গুরুত্বপূর্ণ অর্জন।”

তার মতে, আকাশের অধিকাংশ বস্তু আমরা আমাদের খালি চোখে দেখতে পাই না, মহাকাশ টেলিস্কোপ দিয়ে যা দেখা সম্ভব।

মহাকাশে টেলিস্কোপের শেষ বর্ষে আকাশের বড় প্যাচ জুড়ে স্ক্যান করা হয়েছিল সেই ‘গ্যালেক্স’ মিশনে স্ন্যাপশটের আশ্চর্য সংগ্রহ ধরে রাখা হয়েছে।

নাসার একজন বিজ্ঞানী বলছেন, গ্যালেক্স মিশন হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু বিজ্ঞানের আবিষ্কার অব্যাহত থাকবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ