এমআরপি ইস্যুতে ৫ হাজার ৭শ’ কোটি টাকার রাজস্ব আয়
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ২০১০ সাল থেকে পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইস্যু করে সরকার ৫ হাজার ৭শ’ কোটি টাকার রাজস্ব আয় করেছে।
৭ মার্চ (সোমবার) স্বরাষ্ট্রমন্ত্রী বাসস কে দেওয়া এক সাক্ষাতকারে জানান, ২০১০ সালে এ ব্যবস্থা প্রবর্তনের পর থেকে ‘বহিরাগমন ও পাসপোর্ট বিভাগ (ডিআইপি) বাংলাদেশী নাগরিকদের জন্য ১ কোটি ৩৪ লাখ ৮০ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইস্যু করেছে।
তিনি বলেন, কয়েকটি দেশ হাতে লেখা পাসপোর্ট আর গ্রহণ করবে না বলে জানানোর পর আন্তর্জাতিকভাবে অভিবাসন দাবির প্রেক্ষিতে এ ব্যবস্থা চালু করা হয়।
মন্ত্রী বলেন, এমআরপি না থাকার কারণে কোন নাগরিককে দেশে ফেরত আসতে হবে না।
তিনি বলেন, বিদেশে বাংলাদেশের ৬৮ টি দূতাবাস ও মিশনে এই পাসপোর্ট ইস্যু করা হয়। এ ছাড়াও দেশে প্রধান কার্যালয়সহ ৬৭টি আঞ্চলিক অফিসে আবেদনের প্রেক্ষিতে এই পাসপোর্ট ইস্যুর ব্যবস্থা রয়েছে।
সূত্রঃ বাসস