রাজধানীতে বিজিবি মোতায়েন
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : জামায়াতের হরতালে নাশকতারোধে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ৮ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যার পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান এবং বিভিন্নস্থানে টহল শুরু করেছেন বিজিবির সদস্যরা।
বিজিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. মহসিন জানান, বুধবারের হরতালে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে রাজধানীতে। বিজিবির সদস্যরা স্পর্শকাতর এলাকায় সার্বক্ষণিক টহল দেবেন।
তিনি আরো জানান, হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বা প্রতিহত করতে বিজিবি থাকবে। একই সঙ্গে কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয় সেজন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। হরতাল শেষ হলে বিজিবির সদস্যরা আবার পিলখানায় ফিরে আসবে।