নিরাপত্তা সরঞ্জামাদি ক্রয়ে ৯০কোটি টাকার প্রকল্প
বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বিমান বন্দরের—এ লক্ষ্যে বিভিন্ন নিরপত্তা সরঞ্জামাদি কেনার জন্য প্রায় ৯০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।
৯ মার্চ (মঙ্গলবার) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই সংক্রান্ত প্রকল্পটি পাস করা হয়েছে।
পরে একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চোরাচালান রোধের পাশাপাশি যাত্রী হয়রানিও কমবে। এটিসহ একনেকের ২৩তম সভায় ১৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। যাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা।
সাংবাদিকদের মুল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী বলেন, ফেব্রুয়ারি মাসে দেশে মুল্যস্ফীতি হয়েছে ৫.৬২%। যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।