আজ নেদারল্যান্ডসের বিপক্ষে এ-গ্রুপের ম্যাচ

ক্রিয়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট মঙ্গলবার শুরু হলেও, বাংলাদেশ দল মাঠে নামছে আজ বুধবার। হিমাচল প্রদেশের ধর্মশালায়, নেদারল্যান্ডসের বিপক্ষে এ-গ্রুপের ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে না পারলেও, সদ্য শেষ হওয়া এশিয়া কাপের রানার-আপরাই এ ম্যাচের ফেভারিট।

শক্তির বিচারে ডাচদের চেয়ে অনেক এগিয়ে টিম বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে খেলার কারণে অবশ্য বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি সাকিব, মুশফিকরা। বিশ্রামের জন্যও পাওয়া গেছে মাত্র একদিন। বাছাইয়ে টাইগারদের ৩টি খেলাই হিমাচল প্রদেশের ধর্মশালায়।

ধর্মশালার পেসবান্ধব উইকেটে সুবিধা পাবেন মুস্তাফিজ, রনি, তাসকিন, আল-আমিনরা। তবে বিশ্বকাপে ভালো করতে, তাদের ব্যাটিং ও ফিল্ডিংয়ের দুর্বলতা কাটাতে হবে।

এদিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। ১৫ মার্চ পুরুষদের বিশ্বকাপের মূল পর্বের সঙ্গেই শুরু হচ্ছে নারী বিশ্বকাপের মূল পর্ব।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এটি পঞ্চম আসর হলেও, এবার দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ।

২০১৪ সালে স্বাগতিক হিসেবে খেললেও, এবার বাছাইপর্বে রানার-আপ হয়ে টুর্নামেন্টে কোয়ালিফাই করেছে তারা। মূল পর্বের আগে ১০ ও ১২ মার্চ, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জাহানারা আলম ও তার সতীর্থরা।

১৫ মার্চ উদ্বোধনী ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। এছাড়াও বি-গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ