পিরোজপুরে ছাত্রদল নেতা খুন

পিরোজপুর প্রতিনিধি , এবিসিনিউজবিডি, ঢাকা: পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার শেষে বাড়ি ফেরার পথে শামসুল হক ছোট্ট নামে ছাত্রদলের এক নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা।
 
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এই ছাত্রদল নেতার মৃত্যু হয়।
 
তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
নাজিরপুর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, মঙ্গলবার রাতে উপজেলার খেঁজুরতলা এলাকায় এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
তিনি শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী তৌহিদুল ইসলামের ভাগ্নে। স্বজনরা জানিয়েছেন, ভোট সামনে রেখে মামার পক্ষে প্রচারে অংশ নিচ্ছিলেন ছোট্টু।
 
তার সঙ্গে থাকা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে মেডিকেল পাঠানো হয়েছে। স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি নাসির মল্লিক বলেন, রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে ভোটের প্রচার শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শামছুল ও জাহাঙ্গীর।
পথে একদল লোক তাদের গতি রোধ করে কুপিয়ে জখম করে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে শামছুলের মৃত্যু হয়।
 
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি বলেন, ভোটের প্রতিপক্ষ আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি প্রার্থীর বিজয় ঠেকাতেই এ ঘটনা ঘটিয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ