র্কাগো বিমান প্রবেশ স্থগিত করেছে যুক্তরাজ্যে

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা: বাংলাদশে থকে সব ধরনরে র্কাগো বিমান প্রবেশে সাময়কিভাবে স্থগিত করেছে যুক্তরাজ্য সরকার। ঢাকায় হজরত শাহজালাল (রা.) আর্ন্তজাতকি বমিানবন্দর নরিাপত্তা ব্যবস্থায় ত্রুটির টি থাকার অজুহাতে এ সদ্ধিান্ত নিয়েছে দেশটির সরকার।
৯ মার্চ (বুধবার) ঢাকায় ব্রিটিশ হাইকমশিনরে ওয়বেসাইটে প্রকাশিত সংবাদে এ তথ্য জানানো হয়েছে । এতে বলা হয়েছে ,পরর্বতী নির্দেশনা দেওয়া র্পযন্ত র্কাগো বিমান চলাচল স্থগিত থাকবে। বিমানবন্দরের নিরাপত্তা বিশ্বমানের না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদে আরো বলা হয়ছে,বেসামরিক বিমান চলাচল ও বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বাংলাদেশ সরকারের সংশ্লষ্টি বিভাগরে সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য সরকার।
উল্লেখ্য, কক্সবাজার বিমানবন্দর থেকে চিংড়ি পোনা নিয়ে যশোর যাওয়ার সময় টু এয়ার ওয়েজ নামের একটি র্কাগো বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছে।  এ ঘটনায় বিমানটির ফ্লাইট ইঞ্জিনিয়ার ইউক্রেনের নাগরিক গুফারেড (৪০) নিহত ও একজন আহত হয়েছেন।
এ ঘটনার পর পরই যুক্তরাজ্য সরকার সে দেশে বাংলাদেশের বিমান প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করল

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ