ভারতের সাথে ২ বিলিয়ন ডলারের ঋণচুক্তি
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : ভারতের কাছ থেকে এক শতাংশ সুদে বাংলাদেশ ২ বিলিয়ন ডলার ঋন গ্রহন করছে।
৯ মার্চ (বুধবার) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ভারতের এক্সিম ব্যাংকের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং ভারতের পক্ষে এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার চেয়ারম্যান যাদবেন্দ্র মাথুর চুক্তিতে স্বাক্ষর করেন।
এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ, ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, পররাস্ট্র সচিব শহীদুল হক।
ভারতীয় হাইকমিশনার জানান, ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের সময় ২ বিলিয়ন ডলার ঋণরেখা মঞ্জুর করেন। আজ তার চুক্তি হলো। ২০ বছরে এই ঋণের টাকা শোধ করতে হবে। বিদ্যুৎ, রেলপথ, সড়ক, পরিবহন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্বাস্থ্য, কারিগরি শিক্ষা খাতের প্রকল্পে এই টাকা ব্যয় হবে।