লক্ষাধিক ভোটে মান্নানের জয়
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে প্রায় দেড় লক্ষাধিক ভোটে নির্বাচিত হয়েছেন ১৮ দল সমর্থিত এম এ মান্নান। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩৯২টি কেন্দ্রের মধ্যে ৩৯২ কেন্দ্রের সবকটির ফলাফল অনুযায়ী ১৮ দলীয় জোট সমর্থিত এম এ মান্নান টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ভোট। অপরদিকে ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লাহ খান দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩ লাখ ১২ হাজার ভোট।সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা গেছে প্রায় ১ লাখ ৫৬ হাজার ভোটের ব্যবধান রয়েছে।
এর আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশেই ভোট নেওয়ার কাজ শেষ হয়। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
বিএনপি কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের ফল জানানো হচ্ছে। আওয়ামী লীগ কার্যালয় থেকেও ফলাফল জানানো শুরু হলেও পাঁচটি কেন্দ্রের ফল জানানোর পর তা বন্ধ করে দেয়া হয়।
প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সাত হাজারেরও বেশি নির্বাচনী কর্মকর্তা গাজীপুরে ভোটের দায়িত্ব পালন করেন।
ক্ষমতাসীন ও বিরোধী দল সমর্থক দুই প্রার্থীসহ মোট সাতজন এ লড়াইয়ে আছেন। এছাড়া ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬ জন এবং সংরক্ষিত ১৯ কাউন্সিলর পদে ১২৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে অন্যদের মধ্যে তালা প্রতীক নিয়ে আমান উল্লাহ, ডা. নাজিম উদ্দিন আহমেদ ঘোড়া নিয়ে, মো. মেজবাহ উদ্দিন সরকার রুবেল হাঁস নিয়ে, রিনা সুলতানা প্রজাপতি এবং জাহাঙ্গীর আলম আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এই সিটির ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন ভোটারের মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ১৬১ নারী এবং ৫ লাখ ২৭ হাজার ৭৭৭ জন পুরুষ।