এন আই এম সি’র সনদ পেল পনের জন

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ তথ্য প্রযুক্তি যোগাযোগের  ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যাবহার, হাতে কলমে পাঠ দানের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের উপযুক্ত করার লক্ষে তিন সপ্তাহ সেমিনার শেষে সনদ বিতরন অনুস্ঠিত হয়।

১০ মার্চ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর দারুস-সালামস্থ জাতীয় গনমাধ্যম ইনিস্টিটিউটের সেমিনার কক্ষে এ সনদ বিতরন অনুস্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার।

Broadcast Networking (LAN, WAN and Automation) পাঠ্যধারার প্রশিক্ষনার্থী হিসেবে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ বেতার থেকে দশ (১০) জন, বাংলাদেশ টেলিভিশন থেকে দুই (২) জন, গনযোগাযোগ অধিদপ্তর থেকে দুই (২) জন ও উমুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এক (১) জন প্রশিক্ষনার্থী সনদ পত্ গ্রহন করেন ।

ইনস্টিটিউটের গনসংযোগ কর্মকর্তা আব্দুল হান্নান কতৃক সাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট ।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ