ওমানকে নিয়ে সতর্ক টাইগাররা

ক্রিয়া ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে ওমান বাংলাদেশের জন্য নতুন । আইসিসির সহযোগী সদস্য দেশটির বিপক্ষে এর আগে কখনোই কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। এই অচেনা ওমানকেও খাটো করে দেখতে নারাজ বাংলাদেশ। তাই এই দলের বিপক্ষে কিছুটা সতর্ক টাইগাররা ।

১২ মার্চ (শনিবার) এক সংবাদ সম্মেলনে হিথ স্ট্রিক বলেন, ‘আমাদের মনে রাখতে হবে এই ওমানই আয়ারল্যান্ডের মতো দলকে হারিয়ে অঘটন ঘটিয়েছে। তাই তাদের মোটেও খাটো করে দেখার অবকাশ নেই। তাই বড় দলগুলোর বিপক্ষে যে প্রস্তুতি নিয়ে মাঠে নামতাম আমরা, এই দলটিকেও ততেটাই গুরুত্ব দিচ্ছি আমরা।’

১৩ মার্চ (রোববার) টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে দুই দল মুখোমুখি হবে। ধর্মশালায় এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি দুই দলের জন্যই অনেকটা অঘোষিত ফাইনাল। কারণ যে দল জিতবে সে দলই সুপার টেনে উঠে যাবে।
ওমানকে গুরুত্ব দেওয়ার কারণ ব্যখ্যা দিয়ে হিথ স্ট্রিক বলেন, ‘আসলে ওমানের বিপক্ষে আমাদের এর আগে কখনোই খেলার সুযোগ হয়নি। তাই তাদের সম্পর্কে আমাদের কাছে খুব বেশি তথ্যও নেই। তাই অচেনা প্রতিপক্ষকে নিয়ে একটু সতর্ক থাকতেই হচ্ছে আমাদের।’

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ