সমস্যা ঐক্যবদ্ধভাবে সমাধানের আহ্বান মওদুদের

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা: গণতন্ত্র না থাকলে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা বিরাজ করে। এই শূন্যতার সুযোগ নিয়ে সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের আবির্ভাব হয়। আজকে সেটাই দেখছি। এটা আওয়ামী লীগ-বিএনপির বা কোনো দলের বিষয় নয়, সমন্ত জাতির সমস্যা। এটা ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

১২ মার্চ (শনিবার) বিকেলে জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্বারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে মওদুদ আহমদ এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা লুটের সঙ্গে ব্যাংকটির কর্মকর্তারা জড়িত বলে মন্তব্য করে তিনি বলেন, ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া রিজার্ভের টাকা কখনোই সরানো সম্ভব নয়।

মওদুদ আহমদ বলেন,  দেশে এখন কঠিন কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, তারপরও কেনো এতো অস্থিরতা। শিশু হত্যা শুরু হয়েছে, বিভিন্ন ধরণের অসামাজিক কর্মকাণ্ড ঘটছে। দেশে বর্তমানে কোনো আইন-শৃঙ্খলা নেই। এ অবস্থায় আবার নতুন করে থাবা পড়েছে সেন্ট্রাল ব্যাংকের (বাংলাদেশ ব্যাংক) ওপর। এখানেও সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের ব্যর্থতার কারণে রিজার্ভ থেকে টাকা লুট হয়ে গেছে।

যুক্তরাজ্য কার্গো বিমান বন্ধের ঘোষণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মওদুদ আহমদ বলেন, এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কিছুদিন আগে শুনেছিলাম মালয়েশিয়া ১৫ লাখ শ্রমিক নেবে। এটা তো আনন্দের ছিল। কিন্তু এখন আবার শুনলাম চুক্তি বাতিল হয়েছে। এসব দেখে মনে হচ্ছে দেশে কোনো সরকার নেই। সরকারের জবাবদিহিতা না থাকার কারণে এধরনের ঘটনা ঘটছে বলেও মনে করেন তিনি।

বিএনপি সম্পর্কে মিথ্যাচার করা হচ্ছে জানিয়ে মওদুদ আহমদ বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস-উগ্রবাদ এগুলোকে আমরা প্রত্যাখ্যান করি। বিএনপি ক্ষমতায় গেলে সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদকে নির্মূল করার জন্য বিশেষ কর্মসূচি হাতে নেবে।

মশিউর রহমান যাদু মিয়া জাতীয় স্মৃতি কমিটির সভাপতি শামসুল হকের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংবাদিক সাদেক খান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি ও প্রয়াত মশিউর রহমান যাদু মিয়ার নাতি জেবেল রহমান গাণি, মশিউর রহমানের মেয়ে রিতা রহমান প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ