বাংলাদেশ বিশ্বকাপের দ্বিতীয় পর্বে

ক্রিয়া ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: ৬৩ বলে ১০৩ রানের ইনিংস খেলে এমনিতেই লক্ষ্যটা নবাগত ওমানের ধরাছোয়ার বাইরে নিয়ে গিয়েছিলেন তামিম ইকবাল। আর তার উপর বৃষ্টির বাঁধা তো আছেই। সব মিলিয়ে বাংলাদেশের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারেনি প্রথম বারের মত টেস্ট খেলুড়ে কোন দলের মোকাবেলা করতে নামা ওমান।ফলাফল ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে তারা হেরে গেলো ৫৪ রানে।

বাংলাদেশ চলে গেলো বিশ্বকাপের দ্বিতীয় পর্বে – সুপার টেনে। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে করেছিল ১৮০ রান। তামিমের অপরাজিত ১০৩ রান বাদেও সাব্বির রহমান রুম্মান ২৬ বলে ৪৪ রান করেন। নয় বলে ১৭ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ওমান। প্রথম ওভারেই কোন রান করার আগেই ওপেনার জিশান মাকসুদকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। সাত ওভারে দুই উইকেট হারিয়ে ৪১ রান তুলতেই শুরু হয় বৃষ্টি। সেটা কাটিয়ে খেলা ফের মাঠে গড়ালেও এই দফায় খেলা হয় মোটে আট বল। আর তাতে চার রান করতে না করতেই আরও দুটি উইকেট হারিয়ে বসে ওমান। সেটা শেষে পাহাড়সমান এক লক্ষ্য চলে আসে ওমানের সামনে। ২২ বলে করতে হবে ৭৫ রান। ম্যাচের আগে বাংলাদেশকে হারানোর ঘোষণা দিয়ে রাখা ওমান থেমে গেলো বাস্তবতার সামনেই।  ১৫ রান দিয়ে চার উইকেট নেন সাকিব। ওমানের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন জাতিন্দর সিং। ১২ ওভারে নয় উইকেট হারিয়ে ৬৫ রান করতে পারে দলটি। প্রথমে তামিম; পরে বৃষ্টি। এমন দিনে আর ওমানের পাত্তা পাওয়ার কথা নয়

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ