কার্গো বিমান বন্ধে ক্যামেরনকে চিঠি প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা: বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে সরাসরি যুক্তরাজ্যের কার্গো বিমান বন্ধের বিষয়টি পুনর্বিবেচনার জন্য
১৪ মার্চ (সোমবার) এ চিঠি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৮ মার্চ ক্যামেরনের দেয়া চিঠির জবাবে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বৃটিশ সরকারের চাহিদা মতো সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেবে এবং দুদেশ সব বিষয়ে এক সঙ্গে কাজ করবে।
সুত্র জানায়, সোমবার সকালে এই চিঠিতে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেন এবং দ্রুততম সময়ের মধ্যে ক্যামেরনের কাছে পৌঁছানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, নিরাপত্তার অজুহাতে গত ৯মার্চ যুক্তরাজ্য বাংলাদেশ থেকে এয়ার কার্গো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ওইদিন যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে এ বিষয়ে আপডেট তথ্য যুক্ত করা হয়।
যুক্তরাজ্য সরকারের ‘বাংলাদেশ এয়ারপোর্ট আপডেট’ শীর্ষক বিবৃতিতে বলা হয়, ঢাকা শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে দেখা গেছে আন্তর্জাতিক নিরাপত্তার বেশ কিছু চাহিদা পূরণ করা হয়নি। তাই অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ঢাকা থেকে যুক্তরাজ্যমুখী সরাসরি কার্গো ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
সুত্র : ডেইলি স্টার