বেগম জিয়ার রিট আবেদনের শুনানি পিছিয়েছে
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : বিচারের শেষপর্যায়ে থাকা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি দুই সপ্তাহ মুলতবি করেছে হাইকোর্ট।
সোমবার (১৪ মার্চ) খালেদা জিয়ার আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন এ সময় মঞ্জুর করেন।
বেগম জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সময় চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, আগামী ২৩ ও ২৪ তারিখে বার কাউন্সিলের নির্বাচন। নির্বাচনী কাজে ব্যস্ততার জন্য শুনানি মূলতবি রাখা হোক। পরে আদালত সময় মঞ্জুর করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে এই মামলা বাতিল চাওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এ মামলায় তদন্তের দায়িত্ব পান সংস্থাটির উপ-পরিচালক হারুন-অর-রশিদ। তাকে নিয়োগ দেন আরেক উপ-পরিচালক মো. আকরাম হোসেন।
মামলা বাতিলের আবেদনে বলা হয়, দুদকের তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেবে দুদক কমিশন। আর কমিশন বলতে তিন কমিশনারকে বোঝায়। অতএব হারুন-অর-রশিদের নিয়োগ কমিশনের নয়।