সমুদ্র সম্পদ রক্ষায় সরাসরি অংশ নেবে নৌ বাহিনী
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা : সমুদ্র সম্পদ রক্ষা ও আহরণে এখন থেকে নৌ বাহিনী সরাসরি অংশ নেবে বলে জানিয়েছেন, নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ। এছাড়া হাইড্রোগ্রাফিক জরিপ চার্ট দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
১৪ মার্চ (সোমবার) চট্টগ্রামে অনুষ্ঠিত নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ১৬তম আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশ সমূহের সমুদ্র ব্যস্থাপনার সক্ষমতা বৃদ্ধিসহ সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ ও সমুদ্র বিষয়ক গবেষণা কার্যক্রম
পরিচালনায় গঠিত হয় নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন।
কমিশনের বিভিন্ন কার্যক্রমের ধারবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তিনদিনের এ আন্তর্জাতিক সম্মেলন। নগরীর একটি হোটেলে সম্মলনের উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।
সম্মেলনের প্রথমদিনের সেমিনারে সদস্য রাষ্ট্রগুলোর সমুদ্র পথে ব্যবসা বাণিজ্য সম্প্রাসরণ, সমুদ্র সম্পদ আহরণ, সমুদ্র সীমার নিরাপত্তাসহ
প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত সম্পর্কিত আলোচনা উঠে আসে।
ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশের জন্য হাইড্রোগ্রাফিক গুরুত্বপূর্ণ উল্লেখ করে আলোচকরা বলেন, এর ওপর উচ্চতর গবেষণা বঙ্গোপসাগরে খনিজ সম্পদ সম্পর্কে ধারনা বাড়াবে।
নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ বলেন, দেশের সমুদ্র সীমা থেকে মূল্যবান খনিজ সম্পদ আহরণসহ সমুদ্র সীমার নিরাপত্তায় হাইড্রোগ্রাফিক জরিপ চার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত এ সম্মেলনে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ৮টি সদস্য দেশ, পাঁচটি সহযোগী দেশ ও দুইট পর্যবেক্ষক দেশসহ মোট ১৫টি দেশের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।