সকল স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশের গণমাধ্যম আইনগতভাবে সকল স্বাধীনতা ভোগ করছে। নিউইয়র্ক টাইমস পত্রিকার সাথে বিডিনিউজের যৌথ প্রকাশনা এটাই প্রমাণ করে।’
১ মার্চ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর মহাখালীতে বিডিনিউজ কার্যালয়ে বাৎসরিক ম্যাগাজিন ‘টার্নিং পয়েন্টস : গ্লোবাল এজেন্ডা ২০১৬’ এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সভাপতিত্বে ম্যাগাজিনটির নিবন্ধ লেখকদের মধ্যে নারী অধিকারকর্মী খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কায়সার হক, মোবাইল ব্যাংকিং পদ্ধতি বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির, নারী উদ্যোক্তা সেলিমা আহমদ, সাংবাদিক আফসান চৌধুরী, সৈয়দ বদরুল আহসান, এডাম দৌলা, জায়াদুল আহসান পিন্টু, আরিফুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
‘১৬৫ বছরের ঐতিহ্যবাহী মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদপত্র নিউইয়র্ক টাইমস এবং বাংলাদেশের প্রথম ও বহুলপঠিত অনলাইন সংবাদপত্র বিডিনিউজের এ উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশে গণমাধ্যমের জগতে একটি মাইলফলক’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের এ অগ্রযাত্রা অতীতের সাম্প্রদায়িক, সামরিক ও স্বৈরতন্ত্রের জঞ্জাল থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের চর্চায় সহায়ক ভূমিকা পালন করবে।’
ম্যাগাজিনটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশভাবনা নিয়ে একটি বিশদ সাক্ষাৎকার রয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদের সাক্ষাৎকারও স্থান পেয়েছে প্রকাশনাটিতে।
বিশ্বের ২৪টি দেশে ১২টি ভাষায় প্রতিবছর প্রকাশিত হওয়া ‘টার্নিং পয়েন্টস’ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশেই ডিজিটাল এবং প্রিন্ট সংস্করণ প্রকাশ করছে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম। ১৪৬ পৃষ্ঠার এ ম্যাগাজিনটির শতকরা ৬০ভাগ লেখা বাংলাদেশী লেখকদের।
বিগত দিনগুলোর আলোকে ভবিষ্যতের ভাবনাকে উপজীব্য করে লেখাগুলোতে দেশের মুক্তিযুদ্ধ, অর্থনীতি, রাজনীতি, সমাজ, শিল্পসাহিত্য, ক্রীড়া, দক্ষিণ এশিয়া ও বিশ্ব প্রেক্ষিত ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তথ্যবহুল নিবন্ধ রয়েছে।
সম্পাদকীয় লিখেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এবং নিউইয়র্ক টাইমসের সম্পাদক সার্জ শ্মেমান ।

 

 

 

সুত্রঃ বাসস

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ