বিএনপির কাউন্সিলে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
প্রতিবেদক, এবসিনিউজবিডি,
ঢাকা : আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির যষ্ঠ জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছে।
১৯ মার্চ (বুধবার) বিকেল সাড়ে ৫টায় ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়।
বিএনপির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি আমন্ত্রণপত্র পৌঁছে দেয়ার পর বিবার্তাকে জানান, আজ বিকাল সাড়ে পাঁচটায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দেয়া হয়েছে। তিনি আরো জানান, আমিসহ দলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, আসাদুল করীম শাহীন ও যুবদলের সহসভাপতি সেলিমুজ্জামান সেলিম আ্মন্ত্রণপত্র দিতে গিয়েছিলাম।
ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক আবদুল আউয়াল ও মাসুদ হাসান আমন্ত্রণপত্র গ্রহণ করেন বলে জানান জনি। কয়টি আমন্ত্রণপত্র দেয়া হয়েছে জানতে চাইলে জনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে দেয়া হয়েছে। মূলত সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত দিলেই পুরো দলকে দাওয়াত দেয়া হয়।
আগামি ১৯ মার্চ বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল হবে। এতে দেশ বিদেশের কয়েক শতাধিক মেহমানকে দাওয়াত দেয়া হবে বলে বিবার্তাকে জানিয়েছেন দলের দফতরের দায়িত্ব পালনরত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ইতোমধ্যে অধিকাংশ কার্ড পৌছে দেয়া হয়েছে। বাকী কার্ড বিলি চলছে।
২০০৯ সালে অনুষ্ঠিত ৫ম জাতীয় কাউন্সিলেও বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। আওয়ামী লীগ সভাপতি ওই কাউন্সিলে না গেলেও দলের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছিলেন।