বিএনপির কাউন্সিল ইতিহাসে স্থান পাবে : রিজভী
সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : শনিবার ১৯ মার্চের কাউন্সিলের মাধ্যমেই দেশকে সামনের দিকে এগিয়ে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অবদান রাখবে। মানুষের এ প্রত্যাশা পূরণ করতেই বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন ও কাউন্সিল একটি যুগান্তকারী রাজনৈতিক ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পাবে বলে আশা প্রকাশ করেছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী
১৮ মার্চ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, আমরা আশা করছি, সরকার কাউন্সিলে বাধা দেবে না। কাউন্সিল সফল হবে।
এ কাউন্সিল সফলতার সাথে সম্পন্ন হয়ে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে- এমন আশা প্রকাশ করে রিজভী বলেন, ‘ভঙ্গুর গণতন্ত্রের এ দেশে মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে দেশের সংগ্রামী মানুষ যে আজ ঐক্যবদ্ধ এবং বিএনপি চেয়ারপারসর বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থাশীল তা ইতোমধ্যে প্রতিফলিত হয়েছে।
রিজভী কাউন্সিল বিষয়ে বলেন, বিএনপি’র কাউন্সিলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে । কাউন্সিলকে ঘিরে ইতোমধ্যে সারাদেশের বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । কাউন্সিলকে সফল করতে গঠিত সব উপ-কমিটি তাদের কার্যক্রম শতভাগ সম্পন্ন করেছে। আমাদের দাবি অনুযায়ী, সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করার অনুমতি পেয়েছি। এ জন্য যথাযথ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, ইতোধ্যে দেশের বিএনপির ৭৬টি সাংগঠনিক জেলার সভাপতি-সম্পাদক, প্রত্যেক থানা, পৌরসভা, জেলা ও মহানগরের সভাপতি-সম্পাদক এবং সাংগঠনিক জেলা থেকে ২ জন করে নারী কাউন্সিলরকে কার্ড দেয়া হয়েছে। সারাদেশ থেকে কাউন্সিল ও ডেলিগেটরা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আইনজীবী নেতা অ্যাডভোকেট সানাউল্লা মিয়া, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর বিএনপি নেতা কাজী আবুল বাশার প্রমুখ।