২২৯ রান করেও হারলো দক্ষিণ আফ্রিকা

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : ২২৯ রান করেও জিততে পারল না দক্ষিণ আফ্রিকা। এত বড় স্কোর করেও ২ উইকেটে হারল তারা। টি২০ বিশ্বকাপে গ্রুপ ওয়ানে নিজেদের বাঁচা-মরার ম্যাচে জো রুটের ৮৩ রানের ঝড়ো ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নিল প্রথম ম্যাচে গেইলের কাছে হেরে যাওয়া ইংল্যান্ড।

১৯ মার্চ (শুক্রবার) মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দেয়া ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ২ উইকেট হাতে থাকতে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশী রান তাড়া করে জেতার এটি নতুন রেকর্ড। আর টি২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করে ইংল্যান্ডের ওপেনার জ্যাসন রয় ও অ্যালেক্স হ্যালেস। প্রথম দুই ওভারে ৪৪ রান সংগ্রহ করেন তারা। সাত বলে ১৭ রান করে হ্যালেস বিদায় নিলে ভেঙে যায় তাদের ৪৮ রানের জুটি।

তবে দলের রানের চাকা সচল রাখেন জ্যাসন। মাঠ ছাড়ার আগে ১৬ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় ৪৩ রান করেন। তারপর দলের হাল ধরেন জো রুট। ৪৪ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করে মাঠ ছাড়ার আগে দলকে জয়ের দরজায় পৌঁছে দিয়ে যান। সেই সঙ্গে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন তিনি।

১৪ বলে ২১ রান করা জস বাটলার তাকে এগিয়ে দিয়ে যান। ১০ বলে ১২ রান করা মুঈন আলী খেলা শেষ করে মাঠ ছাড়েন। দক্ষিণ আফ্রিকার বোলার অ্যাবোট তিনটি ও রাবাদা দুটি উইকেট পান।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ